ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের ঈশ্বরীপুরে রমজান উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইসলামিক রিলিফ বাংলাদেশ- এর অর্থায়ণে ২১২ জন অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। প্রকল্প কর্মকর্তা জাহিদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরন কার্যক্রম উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন, বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী, ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রকল্প কর্মকর্তা জনাব তৈয়েবুর রহমান।