মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

উইন্ডিজ দলে ফিরলেন পল-মোটি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরলেন কিমো পল ও গুডাকেশ মোটি। এই দুইজনকে রেখে বিশ্বকাপ বাছাই ও এর আগে অনুষ্ঠেয় সংযুক্ত আরব আমিরাত সিরিজের স্কোয়াড সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা শুক্রবার আলাদা দুটি দল ঘোষণা করে। যেখানে রাখা হয়েছে ১৫ জন করে ক্রিকেটার। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ের লড়াই শুরু আগামী জুনে। এর আগে প্রস্তুতির জন্য আমিরাতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। পেস বোলিং অলরাউন্ডার পল ক্যারিয়ারের ২৩ ওয়ানডের সবশেষটি খেলেন গত বছরের জুলাইয়ে, ভারতের বিপক্ষে। ওই সিরিজেই নিজের সবশেষ ওয়ানডে খেলেন বাঁহাতি স্পিনার মোটিও। এই সংস্করণে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে তার। এরপর চোটে পড়েন দুইজনই। আগের মতোই দলের বাইরে আছেন শিমরন হেটমায়ার। আমিরাত সিরিজের দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান অ্যালিক অ্যাথানেজ, অলরাউন্ডার ক্যাভাম হজ ও আকিম জর্ডান। ওয়ানডের আঙিনায় পা রাখার অপেক্ষায় থাকা ডমিনিক ড্রেকসও আছেন। দুই জায়গায়ই দলকে নেতৃত্ব দেবেন শেই হোপ। আমিরাত সিরিজে তার সহকারী হিসেবে থাকবেন ব্র্যান্ডন কিং ও বিশ্বকাপ বাছাইয়ে রভম্যান পাওয়েল, যিনি এখন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। পাওয়েল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ বাছাইয়ের দলের জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ড খেলছেন আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। জিম্বাবুয়ে যাওয়ার আগে তাদের সবাইকে স্বল্প সময়ের জন্য ওয়েস্ট ইন্ডিজে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিকসহ সুপার লিগের শীর্ষ আট দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সুপার লিগ শেষ করেছে নবম স্থানে থেকে। ২৪ ম্যাচ খেলে তাদের জয় কেবল ৯টিতে, পয়েন্ট ৮৮।
সংযুক্ত আরব আমিরাত সফরের ওয়েস্ট ইন্ডিজ দল: শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, শামার ব্রæকস, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, রোস্টন চেইস, ডমিনিক ড্রেকস, ক্যাভাম হজ, আকিম জর্ডান, গুডাকেশ মোটি, কিমো পল, রেমন রিফার, ওডিন স্মিথ, ডেভন থমাস।
বিশ্বকাপ বাছাইয়ের ওয়েস্ট ইন্ডিজ দল: শেই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রæকস, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com