এফএনএস স্পোর্টস: ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ভারতের কাছে ধোলাই হওয়ার পর এবার টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামবে উইন্ডিজ। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে প্রথম ম্যাচ। এর আগে ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সিরিজের জন্যই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন মারকুটে ব্যাটার শিমরন হেটমেয়ার। টি-টোয়েন্টি দল নির্বাচনে অলরাউন্ডারদের গুরুত্ব দিয়েছেন ক্যারিবিয়ান নির্বাচকরা। হেটমেয়ারের পাশাপাশি দলে রাখা হয়েছে জেসন হোল্ডারকেও। উলেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলেননি হেটমেয়ার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে হোল্ডারও দীর্ঘদিন পর দলে ফিরেছিলেন। কিন্তু কভিড সংক্রমণের জন্য প্রথম দুই ম্যাচ তিনি খেলতে পারেননি। ভারত এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর শক্তিশালী দল গঠনের উপর জোর দিয়েছেন ক্যারিবিয়ান নির্বাচকরা। দলে রাখা হয়েছে ওবেড ম্যাকয়, কিমো পল, ডমিনিক ড্রাকসের মতো অল-রাউন্ডারদের। নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। তার ডেপুটি রভম্যান পাওয়েল। অন্যদিকে বিশ্রাম শেষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজ দল : নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্র“কস, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, আকেল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস এবং হেডেন ওয়ালশ।