এফএনএস স্পোর্টস: কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে অ্যালেক্স ডি মিনরকে ৬-৪, ৬-৪ গেমের সরাসরি সেটে পরাজিত করে ঘাসের কোর্টের প্রথম শিরোপা জয় করেছেন কার্লোস আলকারাজ। স্প্যানিশ এই তরুণ এ নিয়ে মৌসুমের পঞ্চম শিরোপা জয় করলেন। যার মাধ্যমে র্যাংকিংয়ের শীর্ষস্থানেও ফিরেছেন। কিন্তু শিরোপা জয়ের পর তিনি বলেছেন, আগামী মাস থেকে শুরু হওয়া উইম্বলডনে এখনো নোভাক জোকোভিচ ফেভারিট। ঘাসের কোর্টের এই গ্র্যান্ড ¯øামে ক্যারিয়ারের অষ্টম শিরোপার লক্ষ্যে জোকোভিচ উইম্বলডনে খেলতে নামবেন। তবে নিজেকে নিয়েও আশাবাদী আলকারাজ, ‘উইম্বলডনে এগিয়ে যাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। সর্বোচ্চ পর্যায়ে খেলার মাধ্যমে আমি সপ্তাহটা শেষ করেছি। সে কারণেই উইম্বলডনের অন্যতম একজন ফেভারিট হিসেবে আমি নিজেকে দাবি করতেই পারি। কিন্তু আমার এখনো এ ধরনের কোর্টে আরো অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন। উইম্বলডনে নোভাকই আসল ফেভারিট।’ ২০১৩ সালে ব্রিটিশ তারকা এন্ডি মারের কাছে ফাইনালে পরাজয়ের পর ১০ বছর পর্যন্ত সেন্টার কোর্টে পরাজিত হননি জোকোভিচ। আলকারাজ বলেন, ‘আমি দেখেছি জোকোভিচ ২০১৩ সালের পর থেকে কখনোই সেন্টার কোর্টে পরাজিত হয়নি। মারের কাছে পরাজয়ের পর সেন্টার কোর্টে সে কোনো ম্যাচ হারেনি। যা সত্যিই অভাবনীয়। পরিসংখ্যানে দেখেছি উইম্বলডনে শীর্ষ ২০ খেলোয়াড় মিলে যা করেছে তার থেকে অনেক বেশি ম্যাচ জিতেছে নোভাক। কিন্তু এই পরিসংখ্যান বদলে দেওয়ার ব্যপারে আমি আশাবাদী। আমি জানি সমর্থকরাও আমার সাথেই থাকবেন।