স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় রসুলপুর উত্তর মেহেদীবাগে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল দুপুরে পৌরসভার ৯ নং ওয়ার্ডে উত্তর মেহেদীবাগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ্দৌলা সাগর।তিনি সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া পারভীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী তুষার রায় চৌধুরী, কার্য সহকারি মোঃ আব্দুল মোতালেব, এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন দলিল লেখক সিরাজুল ইসলাম, মোঃ মতিয়ার রহমান, শেখ কামরুল হাসান, মোঃ নূর ইসলাম সরদার, আনারুল ইসলাম, আমির হাসান, স্বপন হালদার, শারমিন সুলতানা সাথী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য,সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে এবাদত দোকানদারের বাড়ি হতে কামরুল ইসলামের বাড়ি পর্যন্ত ৩২৮ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে।