দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উত্তর শ্রীপুর আহছানিয়া মিশনের আয়োজনে হযরত খান বাহাদুর আহছানউলা (র:) এর জন্মসার্ধশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২ টায় উত্তর শ্রীপুর আহছানিয়া মিশন অফিস সংলগ্ন ঈদগাহ ময়দানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ তাইমুল ইসলাম, নাতে রাসুল পেশ করেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সদস্য রবিউল ইসলাম মিলাদ শরিফে মোনাজাত করেন নলতা শাহী জামে মসজিদের খতিব আবু সাঈদ। সভায় উত্তর শ্রীপুর আহছানিয়া মিশনের সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাইরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা শাহী জামে মসজিদের খতিব আবু সাঈদ (রংপুরী) (ইউপি) সদস্য সাইদুল রহমান, নলতা আহছানিয়া মিশনের সদস্য আবুল কাশেম, সদস্য গোলাম মোক্তাদির, মাস্টার মোহর আলী, বক্তারা বলেন খান বাহাদুর আহ্ছানউলা ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক ও সমাজহিতৈষী ছিলেন, যার অগ্রগামিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। তিনি একজন উচ্চ স্তরের আউলিয়া ছিলেন। বাংলার মুসলমানদের আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করতে তিনি তার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর শ্রীপুর আহছানিয়া মিশনের সহ-সভাপতি আব্দুর রহমান, রুহুল কুদ্দুস রয়েল, সাংগঠনিক সম্পাদক হামিদুর ইসলাম, কোষাধ্যাক্ষ আমিনুর ইসলাম, সোনাতলা আহছানিয়া মিশনের সভাপতি নূর মোহাম্মদ, সকল সদস্য সহএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উত্তর শ্রীপুর বাগে জান্নাত মাদ্রাসার সকল শিক্ষার্থীরা।