শ্রীউলা প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলার মাড়িয়ালায় অবস্থিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশনের আয়োজনে উদারতা’র দশম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৫ উদযাপন করা হয়েছে। মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে রবিবার বিকাল ৪টায় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস। উক্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা সরকারি কলেজের অধ্যাপক জনাব শাহিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্তার ফারুক বিল্লাল, আশাশুনি সরকারি কলেজের অধ্যাপক আব্দুল মালেক। এছাড়া আরো বক্তব্য রাখেন শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশরাফ আলী, আতাউল্লাহ চৌধুরী, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ডাঃ শাহজাহান হাবিব, মফিজুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে উপকূলের শিক্ষাখাতে অনন্য অবদান রাখায় কলিমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সেরা স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা প্রদান করা হয় মোস্তাফিজুর রহমানকে। আলোচনা সভার শেষে উদারতার অন্যতম স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ মাহমুদ চৌধুরী নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আল আমিন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার, স্বাধীন, ফুয়াদ, আলামিন, তাহের, নজরুল প্রমূখ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান।