শ্রীউলা প্রতিনিধি \ উদারতা যুব ফাউন্ডেশনের উপদেষ্টা ও স্বেচ্ছাসেবকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। উদারতা যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে উপদেষ্টা ও স্বেচ্ছাসেবকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রশাসনিক কর্মকর্তা আল—আমিন এবং পরিচালনা করেন সাংগঠনিক কর্মকর্তা আবু তাহের। সভায় মূল আলোচনার বিষয় ছিল ২০২৫ সালের কার্যক্রমের রূপরেখা, সম্ভাব্য প্রতিবন্ধকতা এবং আগামীর উদারতা কেমন হবে। আলোচনায় আশাশুনি সরকারি কলেজের প্রভাষক আব্দুল মালেক বলেন—শিক্ষা সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার। উদারতা যুব ফাউন্ডেশন যদি শিক্ষাখাতে আরও বেশি ভূমিকা রাখে, তবে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমাদের উচিৎ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য টেকসই পরিকল্পনা গ্রহণ করা। সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক ডাঃ শাহজাহান হাবিব, শিক্ষক আশরাফ হোসেন, সমাজ সেবক ও ব্যবসায়ী জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও অবঃ শিক্ষক আলহাজ্ব রুহুল আমিন প্রমুখ। উদারতার সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আমিনুল ইসলাম বুলু। আলোচনায় অংশ নেন হারান, রহমত, সোহেল, ফুয়াদ, জুবায়ের, আছিয়া, সুমাইয়া, মোস্তাফিজ, মইনুর প্রমুখ। আলোচনা সভা শেষে মোহাইমিনুল ও হাবিবুরের নেতৃত্বে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।