স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীতে অংশগ্রহণ কারে প্রথম স্থান অর্জন করেছে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ও গবেষণা পরিষদ (বিসিএসআই আর) বাস্তবায়নে গতকাল সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি প্রতিযোগিতা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল। অনুষ্ঠানের সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ প্রতিযোগিতায় সকল দলের সময়োপযোগী প্রদর্শনী থাকলেও সাতক্ষীরা নবান্ন উচ্চ বিদ্যালয় ব্যতিক্রম উপস্থাপনার মাধ্যমে প্রথম স্থান অধিকার করেন। নবারুণ উচ্চ বিদ্যালয়টি সাতক্ষীরার বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সকল প্রতিযোগিতায় শীর্ষস্থানে অধিকার করে আসছে। নবারুণ উচ্চ বিদ্যালয় এই সফলতা অর্জন করায় বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী সহ সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।