শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শ্যামনগরের সাবেক ফুটবলার মনজুর আলী নূরনগর রামচন্দ্রপুর জামে মসজিদে তালা কেটে দুর্ধর্ষ চুরি সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন সাতক্ষীরায় আঞ্জুমান মুফিদুল ইসলামের আলোচনা সভা ও কম্বল বিতরণ সাতক্ষীরার লাবসা মসজিদের পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাই উদ্বোধন হরিণ শিকার রোধ কল্পে সচেতনা বিষয়ক আলোচনা সভা বাবুলিয়া স্কুলমাঠে তারুন্যের উৎসব উদ্বোধন আশাশুনি পারিবারিক মডেল পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ বুধহাটায় সার ডিলারদের বিক্রয় কেন্দ্র পরিদর্শন আশাশুনি মোবাইল কোর্টে সার ব্যবসায়ীর জরিমানা

উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করলেন খুলনা সার্কেলের গণপূর্তের তত্ত¡াবধায়ক প্রকৌশলী ফ্রান্সিস আশিষ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

মীর আবু বকর \ সাতক্ষীরায় গণপূর্ত বিভাগের নির্মাণাধীন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন খুলনা সার্কেলের গণপূর্তের তত্ত¡াবধায়ক প্রকৌশলী ফ্রান্সিস আশিষ ডি কস্তা।তিনি গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা আসেন। এসময় দিন ব্যাপী শহরের নিকটস্থ গণপূর্ত বিভাগের নির্মাণাধীন সকল ভবন পরিদর্শন। কিছু কিছু কাজের অগ্রগতির বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। পরে সাতক্ষীরা গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মাদ শাকিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সার্কেলের গণপূর্তের তত্ত¡াবধায়ক প্রকৌশলী ফ্রান্সিস আশিষ ডি কস্তা তিনি বলেন, বন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। রাজধানী ঢাকা সহ সারাদেশে সরকারি দপ্তরের উন্নতমানের ভাবন তৈরি হয়েছে। নির্মাণাধীন সকল কাজ যথাসময়ে শেষ করার চেষ্টা করতে হবে। অনিয়মের ঊর্ধ্বে থেকে আপনাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে হবে। এ সময় অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সেবক মন্ডল, স্টাফ অফিসার ফিরোজ আলী, উপ-সহকারী প্রকৌশলী জিল­ুর রহমান উপ-সহকারী প্রকৌশলী সুখেন্দু সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোকলেসুর রহমান সহ গণপূর্ত বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এর পূর্বে সকালে গণপূর্তের তত্ত¡াবধায়ক প্রকৌশলী ফ্রান্সিস আশিষ ডি কস্তা পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মাদ শাকিউল আজম সহ কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com