মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটায় তারুণ্যের উৎসব উদ্বোধন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের আলো ছড়ানো উদ্বোধন \ প্রথম খেলায় হাসলো দেবহাটা বালিকা দল দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী নিশি গ্রেফতার ডুমুরিয়ায় তারুণ্য উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব’২৫ উদযাপিত সাতক্ষীরায় পুলিশ নারী কল্যাণ সমিতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃত্যু ২৪ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মিজানুর আশাশুনি পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

উন্নয়নের ধারা বাহিকতায় পালটে যাচ্ছে,খুলনা শহর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

সিরাজুল ইসলাম খুলনা থেকে: উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখতে খুলনার শিল্প কলকারখানা চালু সহ শহর আধুনিকতার কাজ শুরু করেছে। নগর পিতা তালুকদার আবদুল খালেকের তত্ত্বাবধানে খুলনা জেলার দক্ষিণ পশ্চিমের প্রবেশ দ্বার সহ গোলচত্বর নগরীর বিভিন্ন রোড সংস্কার ১২ টি ওভার ব্রীজের কাজ শরু হয়েছে। শিল্প নগরীর খালিশপুরের প্রান ফিরিয়ে দিতে শ্রমিকের কর্মসংস্থানের জন্য নতুন খারখানা,নির্মান সহ বন্ধ পাট গুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে। ৩০ কোটি ৮৯ লাখ টাকা ব্যায়ে খুলনা মহা নগরীর উত্তর – পশ্চিমের প্রবেশ দ্বার জিরো পয়েন্টে নির্মিত হচ্ছে দৃষ্টি নন্দন রাস্তার মোড় ইন্টারশেকশন। ৭২ মিটার বৃত্তাকার গোল চত্বরের মাঝে থাকবে মেটালিক ভাস্কার্য ও পনির ফোয়ারা। গোল চত্বর থেকে আফিল গেট অভিমুখী সড়কটি ১৯৮ মিটার,রুপসা ব্রীজ অভিমুখী ৪৯ দশমিক ৫ মিটার, সাতক্ষীরা সড়কের ১০৮ দশমিক ৫ মিটার, ও ময়লাপোতা অভিমুখ সড়কে ২৩ দশমিক ৫ মিটার পযন্ত আরসিসি ঢালাই রোড হবে। আগামী ৯ নবেম্বর প্রধান মন্ত্রীর খুলনায় আগমন ঘিরে দ্রুত গতিতে এ অংশে চলছে উন্নয়নের কাজ। একই সঙ্গে নগরীর দক্ষিণে রুপসা ঘাট থেকে এম এম সিটি কলেজ পযন্ত খান জাহান আলী সড়কের সংস্কার কাজ চলছে জোরেশোরে। বর্তমান গ্লাক্সো মোড় সুনরবন কলেজর অংশে পিচ ঢালাইয়ের কাজ চলছে। এছাড়া ২৫৯ কোটি ২১লাখ টাকা ব্যায়ে রুপসা খানজাহান আলী (রহঃ) সেতু থেকে রুপসা ট্রাফিক মোড় পযন্ত শিপইয়ার্ড সড়ক উন্নয়নের কাজ চলছে।এখানে ৪ লেনের সড়কের ২ পাশে ড্রেন- প্রসান্ত ফুটপাত ও সড়কের মাঝে ০ দশমিক ৯২ মিটার ডিভাইডার নির্মাণ করা হবে। রাস্তা, ডিভাইডার ড্রেন ও ফুটপাত মিলিয়ে সড়কটি ৬০ ফুট চওড়া হবে। সরজমিনে ঘুরে দেখা জায় জিরো পয়েন্ট গোল চত্বর থেকে আফিল গেট ও সাতক্ষীরা অভিমুখী দুই সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ চলছে। সেই সাথে গোল চত্বরের কাজ,ও শুরু হয়েছে। গল্লামারী মূয়রী নদের ব্রীজের উপর ঢাকা হাতির ঝিলের আদলে দৃষ্টি নন্দন ২ টি স্টিল আর্চ আকৃতির সেতু নির্মাণ কাজের স্বরজামাদী আসতে শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com