বাশঁদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে গ্রামীন মাটির রাস্থা সমূহ টেকসই করনের লক্ষ্যে হেরিং বোন বন্ড(এইচবিবি)করন(২য় পর্যায়)প্রকল্প বাস্তবায়নে ও ইউনিয়ন ব্যপি সাপ্ল্াই পানি সরবরাহ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।এ সময় তিনি বক্তব্য কালে বলেন,‘উন্নয়ন আর আগ্রতিতে বিশ্বাসী জনগন অবশ্যই আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিবে’।কেননা আ,লীগ উন্নয়ন আর অগ্রগতিতে বিশ্বাসী ,কোন আগুন সন্ত্রাস আর মানুষ হত্যায় বিশ্বাস করে না।এ উপলক্ষ্যে গতকাল সোমবার বিকাল ৩ টায় বাঁশদহা ্্্্্ইউপি চেয়ারম্যান মাষ্টার মফিজুর রহমানের সভাপত্বি ভবানিপুর মোড়,কাওন ডাঙ্গা তেঁতুলতলার মোড় ও বাঁশদহা বাজার উক্ত কাজের সমূহের শুভ উদ্বোধন করেন সদর সাংসদ মীর রবি।এ সময় তিনি শহীস স্মৃতি কলেজ হ্্্্ইতে বাঁশদহা বাজারপর্যন্ত,কাওনডাঙ্গার মিঠুর দোকান হইতে কাওনডাঙ্গার শেষ মাথা পর্যন্ত ইউনিয়ন ব্যাপি সাপ্লাই পানি সরবারহ কাজের শুভ উদ্বোধন করেন।্্্্্্্্্্্্্্উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা ইয়ারুল ইসলাম, ইউনিয়ন আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার ফজর আলী, প্রভাষক অহিদুজ্জামান লাভলু ,৯ টি ওয়ার্ডের ইউপি সদস্য গন, মহিলা ইউপি সদস্য এবং স্থানীয় আ,লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।