বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমে সহযোগীতা করায় সুশীলন কর্তৃক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সুশীলন সাতক্ষীরা কার্যালয়ে সুশীলনের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে শ্যামনগর উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমে সহযোগীতা করায় শ্রেষ্ট উন্নয়ন সহযোগী হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনকে সুশীলন এর নির্বাহী পরিচালকের পক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান। সম্মাননা স্মারক পেয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, সুশীলন এর সুন্দরবন সংলগ্ন এই দূর্যোগ কবলিত অবহেলিত জনপদের উন্নয়নে আমি সহযোগীতা করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সুশীলন কর্তৃক আমাকে শ্রেষ্ঠ উন্নয়ন সহযোগী সম্মাননা স্মারক প্রদান করায় আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি সুশীলনের সকল উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকবো ইনশালাহ।