বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

উন্মোচিত হলো বিপিএলের মাস্কট ‘ডানা ৩৬’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে নির্মাণ করা হয়েছে বিপিএল—২০২৫ আসরের মাসকট। এই মাস্কটের নাম দেওয়া হয়েছে ‘ডানা ৩৬’। গতকাল রোববার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাস্কটটি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ হোটেল ইন্টারকন্টিন্টোলে মাস্কটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই দিনে সূচিত হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর আনুষ্ঠানিক পথচলা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষে এ তারুণ্যের উৎসবেরই একটা অংশ ছিল বিপিএল ২০২৫ আসরের মাস্কট উন্মোচন। অনুষ্ঠানটি আয়োজন করে ক্রীড়া মন্ত্রণালয়। সার্বিক সহযোগিতায় ছিলো বিসিবি। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবারের বিপিএলের থিম সংয়ের পটভূমিকা ব্যাখ্যা করেন। পটভূমিকা ব্যাখ্যায় বিসিবিপ্রধান বলেন, ‘‘প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল শব্দমালা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ সামনে রেখে এবারের বিপিএলের থিম সং তৈরি করা হয়েছে।’ পাশাপাশি এবারের বিপিএলে আর কী কী থাকবে, তাও জানান ফারুক আহমেদ। বিবিসিপ্রধানের দেওয় তথ্য অনুযায়ী, মাঠে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ মীর মুগ্ধের স্মরণে ‘মুগ্ধ কর্ণার’ নামে একটি কর্নার থাকবে। যেখানে বিনামূল্যে পানি পাওয়া যাবে। সেখানে কিউআর কোডের মাধ্যমে জুলাই ফাউন্ডেশনে ডোনেট করা যাবে। এছাড়া জিরো ওয়েস্ট জোন থাকবে, পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিংয়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তা থাকবে। এবারের বিপিএলে ই—টিকেটিংয়েরও চেষ্টা করা হচ্ছে। দর্শক—ভক্তদের সম্পৃক্ততা বাড়ানো ও সবার মাঝে তারুণ্যের উৎসবকে দেশব্যাপী ছড়িয়ে দিতে মিউজিক ফেস্ট নামে তিন ভেন্যুতে তিনটি কনসার্ট আয়োজনের কথাও জানান বিসিবি সভপতি। যেখানে ক্রিকেট ভক্তদের অংশগ্রহণের সুযোগ থাকবে। এর সঙ্গে থাকবে আরও নানান আয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com