বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

উপকূলের মানুষের মুখে হাঁসি ফোটানোর চেষ্টা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

শেখ শরিফুল ইসলাম কালিগঞ্জ থেকে ঃ বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কাকশিয়ালি নদীর কোলঘেঁষা কালীগঞ্জ উপজেলার লাখো তরুণের মতো ছোট্ট একটি পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ মারুফ হাসান। সে জলবায়ূ যোদ্ধা হিসেবে নিজেকে সম্পৃক্ত করে স্বপ্ন দেখেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টেকসই সমাধান বসবাসযোগ্য সুন্দর একটি পৃথিবীর। মারুফ হাসান বলেন, ছোটবেলা থেকে বাংলাদেশ স্কাউটসের সাথে যুক্ত থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ ও দেশ সেবার ব্রত নিয়ে কাজের অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন। ছোটবেলা থেকে দেখে আসতেছি জলবায়ূ পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, জোয়ারের পানি বৃদ্ধি পেলেই বেড়িবাঁধ ভেঙে যাই এতে বিশুদ্ধ পানির সংকট পড়ে। এ সকল সমস্যা সমাধানের জন্য ২০১৯ সালের ১৪ এপ্রিল উপকূলীয় তরুণদের নিয়ে গড়ে তুলি জনকল্যাণ সংস্থা। যার মূলমন্ত্র ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। জনকল্যাণ সংস্থার তরুণরা মারুফের নেতৃত্বে জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় ও সবুজ বনায়ন গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ করেছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, অনলাইন গেমের কারণে উপকূলীয় অঞ্চলের ঝরে পড়া শিক্ষার্থীদের কে অনলাইন গেমস আসক্তি থেকে মুক্ত করে বিদ্যালয়ে ভর্তি করা ও মাঠে খেলার জন্য খেলার উপকরণ বিতরণ। এছাড়া গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ। ২০২২ সাল থেকে উপকূলীয় অঞ্চল সহ সমগ্র বাংলাদেশে জলবায়ূনায্যতার দাবিতে সাতক্ষীরায় সপ্তাহের প্রতি শুক্রবার উপকূলীয় যুবকদের অংশগ্রহণে জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করা হয় এবং হচ্ছে। সংস্থাটির প্রতিষ্ঠা লগ্ন থেকে ভাঙ্গনরত বেরিবাঁধ সংস্করণে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেরিবাঁধ মেরামতের কাজে সহযোগিতা করা। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ে মানুষকে সচেতন করা এবং নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য সতর্কীকরণ । উপকূলীয় অঞ্চলে বিভিন্ন ধর্মীয় উৎসবে ( ঈদ, পূজা ) গরিব পরিবারের মাঝে খাদ্য ও সামগ্রী ও বস্ত্র বিতরণ বিতরণ , শীতের সময় রাস্তার পাশে শুয়ে থাকা মানুষ ও গরীব পরিবারের মাঝে কম্বল , চাদর ও শীতের পোশাক বিতরণ। উপকূলীয় অঞ্চলের মুমূর্ষু রোগীর জন্য এ পর্যন্ত প্রায় ২০০ ব্যাগের অধিক রক্ত দানে সহযোগিতা করে জানকল্যাণ সংস্থা। উপকূলীয় যুবকদের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে কিভাবে মাদক মুক্ত বাংলাদেশ গড়া যায় তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। উপকূলীয় অঞ্চলের নারীদের পরিবর্তনের কারণে কি কি সমস্যা হচ্ছে সেগুলো শোনা এবং তাদের উলে­খিত বিষয়গুলো নিয়ে সঠিক সমাধান দেওয়া। এছাড়াও মারুফের নেতৃত্বে বাল্য বিবাহ প্রতিরোধ , বিভিন্ন দুর্যোগে নারীর প্রতি সহিংসতা, সমাজে নারীর অধিকার বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে নারী সদস্যদের অংশগ্রহণ ও উঠান বৈঠকের মাধ্যমে কিভাবে নির্মূল করা যায় তার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা। সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ মারুফ হাসান তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, জলবায়ূ পরিবর্তনের প্রভাবে পরিবেশ এবং সমাজের মানুষের যে ক্ষতি হচ্ছে; জনকল্যাণ সংস্থার সদস্যরা পরিবেশ এবং সমাজের ভারসাম্য রক্ষার্থে এবং মানুষের কল্যাণে কাজ করে আসতেছে এবং ভবিষ্যতে শুধুমাত্র উপকূলে নয় বাংলাদেশের প্রতিটা উপজেলায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com