বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার সদরে প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত যুগোপযোগি ও আদর্শিক ইসলামি শিক্ষা প্রদানের অঙ্গিকার এবং মেডিকেল ইঞ্জিনিয়ার ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্য করে গড়ে তোলার নিয়তে প্রতিষ্ঠিত আল মারজান ইন্টারন্যাশনাল ইসলামি একাডেমির আয়োজনে অডিটোরিয়াম হল রুমে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আল মারজান ইন্টাঃ ইসলামি একাডেমির চেয়ারম্যান প্রভাষক মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হক। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলিকে ফুলের মাল্য ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগের হাট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ মোঃ ইব্রহিম খলিল মুহিম, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, সমাজসেবক আলহাজ্ব এস এম আফজলুল হক, ইউপি চেয়ারম্যান অধ্যাক্ষ একে এম জাফরুল আলম বাবু প্রমুখ। এসময় অনুষ্ঠানের সভাপতি প্রভাষক মোঃ শফিকুল ইসলাম বলেন, আধুনিক মানের এই শিক্ষা প্রতিষ্ঠানটি সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে করতে পেরে আমি গর্ববোধ করছি। রাজধানী ও বিভাগীয় শহরের আদলে প্রতিষ্ঠিত করে গড়ে তোলা হয়েছে আল মারজান ইন্টারন্যাশনাল ইসলামি একাডেমি। আপনাদের সার্বিক সহযোগীতা পরামর্শ আমাদের একান্ত কাম্য। আমরা সব সময়ে ভাল কাজের সাথে থেকে আল্লাহকে খুশি করার নিয়তে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উন্নত মনমানুষিকতা ও তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত ও মানুষের মত মানুষ হওয়ার জন্যে শিক্ষা দেওয়া হয়। আজকের শিশু আগামীর ভবিষ্যত। ভবিষ্যতে যেনো তারা দেশ ও মানুষের কল্যানে আসতে পারে সেই কামনা আমাদের।