এম এম নুর আলম \ আশাশুনির নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানকে উপজেলা নাগরিক সমাজ ও উপজেলা মৎস্যজীবি সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে পৃথক পৃথকভাবে তাকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান ঐ দুই সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা নাগরিক সমাজের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে এসময় উপজেলা নাগরিক সমাজের সভাপতি ও আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ রুহুল আমিন, সহ-সভাপতি আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবর রহমান, নাগরিক সমাজের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্যা, সাংগঠনিক সম্পাদক প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবীব, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক ও থানা জামে মসজিদের ইমাম হাফেজ বাকী বিলাহ, সাংবাদিক এমএম সাহেব আলীসহ উপজেলা নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, উপজেলা মৎস্যজীবি সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে এসময় কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির যুগ্ম-মহাসচিব ও জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, জেলা মৎস্যজীবি সমিতির সাধারন সম্পাদক নিতাই ঢালী, সাতক্ষীরা কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির সাধারন সম্পাদক শিবপদ মন্ডল, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি অনিল কৃষ্ণ মন্ডল, সহ-সভাপতি ভবনাথ মন্ডল, সাধারন সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হরিপদ মন্ডল, মৎস্যজীবি সমিতির নেতা সাংবাদিক এমএম সাহেব আলীসহ উপজেলা মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।