পাটকেলঘাটা প্রতিনিধি ॥ আগত উপজেলা পরিষদ নির্বাচনে তালা সদর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে সাংবাদিক নজরুল ইসলামের শিবপুরস্থ বাসভবনের আম বাগান চত্বরে উপজেলা নির্বাচনী কর্মী সভায় ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো: আনছার আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা জাপা ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। বক্তব্য রাখেন,ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির ও সাবেক ইউপি সদস্য শেখ আবুল কাশেম,খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির কার্যকারী সভাপতি মাষ্টার আব্দুল গাউস,জাপা নেতা কাজী শাহীন,মো: আব্দুল লতিফ শেখ, খলিলনগরের রুহুল আমিন,আটারই ওয়ার্ডের বার বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মলঙ্গী,সাবেক ইউপি সদস্য মো: ওকেল খাঁ,উপজেলা জাতীয় সৈনিক পার্টির সভাপতি মো: রফিকুল ইসলাম খাঁ,মো: বোরহান উদ্দীন মোড়ল,মো: কুদ্দুস মোড়ল,মো: আব্দুস সালাম,জাতীয় যুব সংহতি তালা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইকবল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান শেখ, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: ইউনুচ আলী সরদার,সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, ছাত্র সমাজ নেতা যুধিষ্ঠির চক্রবর্ত্তী,মো: রবিউল ইসলাম প্রমুখ। নির্বাচনী কর্মী সভায় তালা সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড ভিত্তিক কর্মীরা উপস্থিত ছিলেন।