স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৯ মে নির্বাচনে নির্বাচিত হলে এই সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে উপজেলাকে গড়ে তুলতে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু। রবিবার (১৯ মে) রাতে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ সম্মুখে তাঁর নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এসময় মশিউর রহমান বাবু সবার সহযোগিতা কামনা করে বলেন, আমার এই পরিকল্পনাকে এগিয়ে নিতে হলে আমাকে নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সকল ভয় ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউপি সদস্য মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের, সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য শেখ আব্দুল মালেক, ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকতিয়ার রহমান ইফতী, স্থানীয় মতিয়ার রহমান প্রমুখ। এসময় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।