এম এম নুর আলম \ আশাশুনির নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানকে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে পৃথক পৃথকভাবে তাকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন তারা। উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে এসময় পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নীলকন্ঠ সোম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুচরণ মন্ডল, শ্রীউলা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান দীপঙ্কর কুমার বাছাড় দিপু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, নিরঞ্জন কুমার মন্ডল, উদয় কান্তি বাছাড়, সুশান্ত মিত্র বাপনসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে এসময় প্রধান শিক্ষক সেকেন্দার আলী, সিনিয়র সহকারি শিক্ষক জগন্ময় মিস্ত্রী, শিক্ষক সমীরন সরকারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।