কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরি স্কুলের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে তারই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চন্দ্র বাছাড়—এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, স্কুলের তত্ত্বাবধায়ক ও উপজেলা নিবার্হী কর্মকতার্র কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, ম্যানেজিং কমিটির সহ—সভাপতি আলহাজ¦ মাহবুবুর রহমান, সদস্য শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু ও কণিকা সরকার প্রমুখ।