স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল জেলা উপানুষ্ঠানিক ব্যুরোর সহকারী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: আব্দুল মালেক স্বাক্ষরিত পত্রে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্বের সাথে অতিরিক্ত দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। অত্যন্ত দায়িত্বশীল এবং প্রতিশ্র“তিশীল শিক্ষার্থী ও শিক্ষক বান্ধব এই কর্মকর্তা সাতক্ষীরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকে প্রাথমিক শিক্ষা বিস্তর ও প্রসারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, জেলা শহর হতে শুরু করে দুর্গম এলাকার বিদ্যালয় গুলোতে পরিদর্শন শিক্ষার্থীদের পাঠদান, শিক্ষক অভিভাকদের সাথে মত বিনিময় সহ শিক্ষাকে এগিয়ে নিতে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন। সাম্প্রতিক সময় গুলোতে মহল বিশেষ এই দক্ষ ও সৎ শিক্ষা অফিসারের বিরুদ্ধে মিথ্যা প্রচারনা সহ বিভিন্ন ভাবে হয়রানি করার অপচেষ্টায় লিপ্ত যা শিক্ষক এবং অভিভাবক মহলের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন জানান সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল স্যার অত্যন্ত ভাল এবং তিনি শিক্ষকদের আচ্ছাভাজন, স্যারের সুনামে ও সততায় ইর্ষান্বীত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে যা অনাকাঙ্খিত। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল কে নতুন দায়িত্বের বিষয়ে এবং সাতক্ষীরার প্রাথমিক শিক্ষা বিষয়ে জানতে চাইলে তিনি জানান প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে সরকার যখন যে দায়িত্ব দেবেন সেটাই শিরোধার্য। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পাশাপাশি নতুন দায়িত্ব জেলা উপানুষ্ঠানিক ব্যুরোর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। তিনি বলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী মহোদয়ের নেতৃত্বে জেলা প্রাথমিক শিক্ষা অনেক উচ্চতায় পৌছেছে এবং সফল ভাবে এগিয়ে চলেছে।