দেবহাটা অফিস \ পারুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উল্লেখযোগ্য অর্জন ও কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেদারল্যান্ড নাগরিক লোনা এবং এনা। কর্মশালায় পারুলিয়া ইউনিয়নের উন্নয়ন বিষয়ক পরিকল্পনা প্রণয়ন করা হয় ও উন্নয়ন কর্মকাÐ বিবরন তুলে ধরা হয়। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, প্রভাস চন্দ্র মন্ডল। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন সচিব প্রবীর হাজারি। কর্মশালায় ইউনিয়ন পরিষদের মেম্বার, সুফলভোগী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।