মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

উ. কোরীয় সেনাদের ভুয়া পরিচয়পত্র দিয়ে যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া: ইউক্রেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

এফএনএস বিদেশ: ইউক্রেনে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। যুদ্ধক্ষেত্রে বিদেশি সেনাদের উপস্থিতি গোপন করার চেষ্টায় মস্কো জাল সামরিক ও জন্মসনদ সরবরাহ করেছে বলে গত রোববার অভিযোগ করেছে কিয়েভ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। ইউক্রেন স্পেশাল ফোর্সের এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে তিনজন উত্তর কোরিয়ার সেনাকে হত্যা করেছে তাদের নথি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সামরিক পরিচয়পত্রগুলোতে কোনও সিল বা ছবি ছিল না। নথিতে রুশ ধাঁচে নাম ও জন্মস্থান হিসেবে সাইবেরিয়ার মঙ্গোলিয়া সীমান্তবর্তী তুভা অঞ্চলের নাম লেখা ছিল। তবে নথিতে থাকা স্বাক্ষরগুলো কোরীয় ভাষায়, যা এই সেনাদের প্রকৃত পরিচয় নির্দেশ করে বলে ইউক্রেনের বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়া যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করতে ও বিদেশি সেনাদের উপস্থিতি লুকাতে যেকোনও উপায় অবলম্বন করছে রাশিয়া। এই ঘটনা সেটাই প্রমাণ করেছে। যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়ায় প্রায় ১১ থেকে ১২ হাজার উত্তর কোরিয়ার সেনা রয়েছে। এদের মধ্যে অনেকে ইতোমধ্যেই রুশ বাহিনীর সঙ্গে কুরস্কে যুদ্ধে অংশ নিয়েছে। মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, উত্তর কোরিয়ার সেনারা কুরস্কে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, অক্টোবর থেকে এই অঞ্চলে কয়েকশ উত্তর কোরিয়ার সেনা হতাহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, কুরস্কে মোতায়েনের পর থেকে উত্তর কোরিয়ার শতাধিক সেনা নিহত ও হাজারখানেক সেনা আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com