বাংলাদেশ ছয় ঋতুর দেশ। আবহমানকাল যাবৎ এদেশের আবহাওয়া, জলবায়ূ, ভূ-প্রকৃতি সহ আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে ছয় ঋতুর অতি পরিচয় বিশেষ ভাবে সমাদৃত। আবহমানকালের ছয় ঋতু সা¤প্রতিক বছর গুলোতে গুটি কয়েক ঋতুতে পরিনত হয়েছে আর গুটি কয়েক ঋতুতে পরিনত হওয়ায় আবহাওয়ার পাশাপাশি জলবায়ূর পরিবর্তন সাধিত হয়েছে। এভাবে শীত মৌসুমে অতি শীতের প্রকোপ ছয় ঋতুর ক্ষয়িষ্ণুতাকে বিশেষ ভাবে সহনশীল। অর্থাৎ ছয় ঋতুর প্রভাব হেতু দেশবাসি সব ধরনের আবহাওয়ার সাথে যেমন পরিচিত অনুরুপ ভাবে ঋতুর প্রভাব জনিত পরিবেশ ও পরিস্থিতির সাথে দেশ বাসি পরিচিত। এবারের শীত মৌসুমে যথেষ্ট পরিমান শীত জনজীবনে বিরুপ প্রভাব ফেলে, শীতের মাঝেও বৃষ্টিপাত ছিল দৃশ্যতঃ ঋতু পরিবর্তনের প্রভাব, ঘন কুয়াশার চাদর এবার শীতের মাঝে তেমন দেখা না গেলেও সপ্তাহ যাবৎ প্রকৃতিতে অতি মাত্রায় কুয়াশার অস্তিত্ব এবং অবস্থান স্পষ্ট ভাবেই জানান দিচ্ছে যে শীত ঋতু বিদায়ের পথে এবং ঋতু পরিবর্তন অতি জোরে সোরে ঘটছে। গত দুই তিন দিন যাবৎ গ্রীষ্মের দেখা দিচ্ছে। দিনে গরমের আবহাওয়া আর প্রভাব জনজীবন ধরেই নিয়েছে যে শীতের বিদায়ের প্রস্তুতি। এরই মধ্যে গতকাল বিকালে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং বৃষ্টিপাতের দেখা মেলে। আমাদের ঋতু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে হবে।