এফএনএস: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল বুধবার। গতকাল সোমবার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কারী ঢাকা শিক্ষা বোর্ড ফল প্রকাশের অফিস আদেশ জারি করেছে। এতে জানানো হয়, আগামী ৮ ফেব্র“য়ারি বেলা সাড়ে ১১টায় ‘এইচএসসি পরীক্ষা ২০২২’ এর ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডউনলোড করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (ফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ঊওওঘ এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এ ছাড়া ফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএস-এর মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। ঐঝঈ ইড়ধৎফ হধসব (ভরৎংঃ ৩ ষবঃঃৎবং) জড়ষষ ণবধৎ টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। যেমন: ঐঝঈ উযধ ১২৩৪৫৬ ২০২২ ঝবহফ ঃড় ১৬২২২। অফিস আদেশে আরও জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ঊওওঘ এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো।