বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

এএফসি অনূর্ধ্ব—২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দ.কোরিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

এএফসি অনূর্ধ্ব—২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ের ড্র গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্র শেষে বাংলাদেশ ‘এইচ’ গ্রুপে পড়েছে। গ্রুপে তাদের সঙ্গী স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুরলেস্তে। চলতি বছরের ২—১০ আগস্ট টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এশিয়ার ৩৩টি দেশ এই বাছাইয়ে অংশগ্রহণ করছে। ‘এ’ গ্রুপে পাঁচ ও বাকি সাত গ্রুপে চারটি করে দল রয়েছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী বছর ১—১৮ এপ্রিল থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব—২০ নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। স্বাগতিক থাইল্যান্ড সরাসরি এই প্রতিযোগিতায় খেলবে। বাংলাদেশের গ্রুপে রয়েছে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। অনূর্ধ্ব—২০ নারী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন যারা। বাংলাদেশকে স্বাগতিক লাওস এবং তিমুরলেস্তেকে বড় ব্যবধানে পরাজিত করে নিজেদের গ্রুপে রানার্স আপ হয়ে অন্য গ্রুপের দ্বিতীয় স্থান অর্জনকারীদের চেয়ে এগিয়ে থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com