মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটায় তারুণ্যের উৎসব উদ্বোধন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের আলো ছড়ানো উদ্বোধন \ প্রথম খেলায় হাসলো দেবহাটা বালিকা দল দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী নিশি গ্রেফতার ডুমুরিয়ায় তারুণ্য উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব’২৫ উদযাপিত সাতক্ষীরায় পুলিশ নারী কল্যাণ সমিতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃত্যু ২৪ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মিজানুর আশাশুনি পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

একই গ্রæপে আর্জেন্টিনা ও বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে শুরু হচ্ছে সোমবার থেকে। এর আগে রোববার অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন ও টুর্নামেন্টের গ্রæপিং হয়ে গেলো। স্বাগতিক বাংলাদেশ ও আর্জেন্টিনা একই গ্রæপে পড়েছে। বাংলাদেশ ও আর্জেন্টিনা ছাড়াও ‘এ’ গ্রæপের বাকি চার দল হচ্ছে ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড। গ্রæপ ‘বি’ তে জায়গা হয়েছে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ডের। প্রতি দল পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। দুই গ্রæপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। শিগগিরই জানিয়ে দেওয়া হবে ম্যাচগুলোর সূচি। বঙ্গবন্ধু কাপ কাবাডির গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ‘আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। গত আসরের মতো এই আসরেও আমাদের লক্ষ্য শিরোপা জেতা।’ এবারের আসরে বিশ্বের অন্যতম সেরা দল না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই কর্মকর্তা বলেছেন, ‘ইরান, ভারত, পাকিস্তান ও কোরিয়ার মতো দলকে আনার চেষ্টা করেছি; কিন্তু আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় তা সম্ভব হয়নি।’ এ ছাড়া এশিয়ান গেমসের আগে বাংলাদেশ দলকে বাইরে পাঠিয়ে অনুশীলনের ব্যবস্থা করা হবে বলে জানান এই কর্মকর্তা। কাবাডি স্টেডিয়ামের মাঠ ছোট হওয়ায় পাশেই ভলিবল স্টেডিয়ামে হবে বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্ট। ভেন্যু সংকট সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা হলেও দেশে আন্তর্জাতিক মানের ভেন্যু নেই। ফলে আমাদেরকে পাশের ভলিবল স্টেডিয়ামের দ্বারস্থ হতে হলো।’ গ্রæপ ‘এ’: আর্জেন্টিনা, বাংলাদেশ, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড। গ্রæপ ‘বি’: কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com