পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ খুলনার পাইকগাছা উপজেলার কালিনগর কলেজের নব নির্বাচিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দেলুটির কালিনগর কলেজ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা: আব্দুল মজিদ (এমবিবিএস)। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুল মজিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের মাধ্যমে শিক্ষার পরিবেশ রাখতে হবে। তিনি আরও বলেন একটি জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা যথেষ্ট যে কাজটি করেছিল বিগত জালেম ও স্বৈরাচারী সরকার ।একটি জাতিকে উন্নত শিখরে পৌঁছে হলে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে যে কাজটি বিগত বিএনপি সরকার করেছিল। লেখা পড়া শেষ করে আজকের ছাত্র-ছাত্রীরা দেশের সেবায় নিয়োজিত থাকবে। তাই এডহক কমিটির প্রধান কাজ হবে সুন্দর পাঠদানের মাধ্যমে ঐতিহ্যবাহী কলেজের সুনাম অক্ষুন্ন রাখা। আমি বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে এই কলেজের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিনগর কলেজের প্রতিষ্ঠাতা ও দেলুটি ইউপির সাবেক চেয়ারম্যান সমর কান্তি হালদার,জেলা বিএনপির সদস্য ও কপিলমুনি ইউপির সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক তুষার কান্তি মন্ডল,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিনগর কলেজ ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা এ্যড, জিএম আব্দুস সাত্তার ও শিক্ষক প্রতিনিধি হিসেবে ছিলেন কল্যান মল্লিক। সহকারী অধ্যাপক রমেন্দ্র নাথ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আসাদুজ্জামান ময়না, আবু মুসা,মোহর আলী সরদার,এড,সাইফ উদ্দিন সুমন, মেছের আলি সানা, আবুল কাশেম, প্রফেসর আবু সাইদ, মাকসুদুল মুকুল,মুস্তাকিম,হুরায়রা বাদশা প্রমুখ।