মীর আবু বকর ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচন করতে ইতোমধ্যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা নিরলাস ভাবে কাজ করে যাচ্ছি। সকল ভয়-ভীত উপেক্ষা করে নির্বাচনে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক প্রশাসনকে জানাবেন।সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা নাবারুন বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। প্রার্থী যতই প্রভাবশালী হোক প্রভাব খাটাতে পারবে না। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, জেলা নির্বাচন অফিসার মোঃ আতিকুল ইসলাম, সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মেহেদী হাসান। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ রুহুল আমিন মল্লিক। এ সময় সাতক্ষীরা সদর উপজেলায় নির্বাচনী কাজে দায়িত্ব পালনকারী সকল পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।