খুলনা প্রতিনিধি ॥ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের কৃতি সন্তান মোঃ শরিফুল ইসলাম। শরিফুল ইসলাম ৩০ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা হিসেবে ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন। টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই টি) হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি সরকারি স্কলারশিপ পেয়ে যুক্তরাজ্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন শেষে গত অক্টোবরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন। এরপর চলতি মাসের ১০ জানুয়ারি মোঃ শরিফুল ইসলামকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়।