কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানীদের তাড়া করে ফেনসিডিল,মদসহ হাসান (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর ও দুপুর সাড়ে ১২ টার দিকে পৃথক অভিযানে উপজেলার সীমান্তবর্তী চান্দুড়িয়া ও কাকডাঙ্গা এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিল,৩ বোতল মদসহ তাকে আটক করা হয়। আটক ওই যুবক উপজেলার সীমান্তবর্তী বোয়ালিয়া গ্রামের রমজান আলীর ছেলে। চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার ভোর রাতে একদল চোরাকারবারী ভারতীয় ফেনসিডিন নিয়ে কলারোয়া অভিমুখে যাচ্ছিল। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে তাড়া করলে তাদের কাছে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় জমা দিয়ে মামলা করা হয়। অপর দিকে, কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার তাহেরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে কাকডাঙ্গা সীমান্তে চোরাচালানীদের তাড়া করে হাসান নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তলাশী করে ৫ বোতল ফেনসিডিল ও ৩ বোতল মদ উদ্ধারসহ জব্দ করা হয়। পরে ওই মালামালসহ তাকে থানা পুলিশে সোপর্দ ও মামলা করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে থানার ওসি নাছির উদ্দীন মৃধা নিশ্চিত করেছেন।