বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে সাইফুল ইসলাম (১৭) নামে এক তরুন কীটনাশক পানে আত্মহত্যা করেছে। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ২২ মার্চ বুধবার বেলা ১ টার দিকে ইউনিয়নের সৈয়দালীপুর গ্রামে নানার বাড়িতে কীটনাশক পান করে সে আত্মহত্যা করে। মৃত সাইফুল ইসলাম কালিগঞ্জ উপজেলার ঘোনা গ্রামের মৃত মোঃ আব্দুল্লাহ ও ফাতেমা খাতুনের একমাত্র পুত্র। জম্মের পর পিতার মৃত্যু হলে সে মায়ের সাথে নূরনগর সৈয়দালীপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করতো। নিহত সাইফুলের নানা আব্দুস সামাদ জানান দুপুরে বাড়িতে ঢুকে তিনি সাইফুলকে ছটফট করতে দেখে। এসময় মুখসহ শরীর হতে কীটনাশকের গন্ধ পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু পাকস্থলী পরিস্কার করার এক পর্যায়ে তার মৃত্যু হয়। প্রায় চার মাস আগে মায়ের সাথে সে ইট ভাটায় কাজ করতে বরিশাল যায়। এক মাস আগে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে চলে আসার পর বুধবার সে কীটনাশক পান করে আত্মহত্যা করে। স্থানীয়রা জানায় প্রতিবেশী এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কের জেরে কীটনাশক পানে সে আত্মহত্যা করতে পারে। এবিষয়ে থানা উপপরিদর্শক খবির উদ্দীন জানান, আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।