শনিবার, ০৩ মে ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

এক বাড়িতেই ৫ শিশুসহ ৮ জনের গুলিবিদ্ধ মরদেহ!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : একই পরিবারের ৫ শিশুসহ ৮ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ পেয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বাড়িতে ঘটেছে এই হত্যাকাণ্ড। কর্তৃপক্ষ জানিয়েছে বেশ কয়েকদিন বাড়ির কাউকে দেখা যায়নি, এমন খবর পেয়ে পুলিশ এসে দেখতে পায়, পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে।, নিহতদের প্রত্যেকের শরীরেই গুলির চিহ্ন রয়েছে। এরপর পুলিশ বাসা থেকে মরদেহগুলো বের করে আনে।,অঙ্গরাজ্যের সল্ট লেক সিটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম ইউটাহর ইনোক সিটির ম্যানেজার রব ডটসন জানিয়েছেন, দীর্ঘ সময় পরিবারের সদস্যদের খোঁজ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। তারা বুধবার এসে বাসা থেকে মরদেহগুলো বের করে। ,তিনি আরো বলেন, আমরা জানি না কেন এমন ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা ওই ঘটনায় তদন্তে সহযোগিতা করছে। বিষয়টি সম্পর্কে জানতে কয়েক দিন সময় লাগতে পারে। এদিকে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ওই শহরে মোট আট হাজার লোক বাস করেন। এই ঘটনায় সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই বলেও বিবৃতিতে জানানো হয়েছে।,

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com