স্টাফ রিপোর্টার ঃ সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী দলিত সম্প্রদায়,ট্রান্সজেন্ডার হিজড়া সম্প্রদায় এবং প্রতিন্ধীদের অধিকার নিয়ে কাজ করা ওয়েডফাউন্ডেশন গতকাল সাতক্ষীরা লেকভিউ মিলনায়তনে যশোর, খুলনা এবং সাতক্ষীরা জেলার এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন বিনিময় কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন এ,এন,সি কলারোয়ার সভাপতি এ্যাড. শেখ কামালরেজা, খুলনাবিভাগীয় সমন্বয়কারী শেখ খালিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাস, উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী মোঃ আহসান উল্লাহ। স্বেচ্ছাসেবক মধুমিতা গাইন,উত্তম কুমার রায় প্রমুখ। এই কর্মসূচির সাথ সম্পৃক্ত বিশেষ ভাবে কারিগরি ও আর্থিক সহায়তায় ক্রিশ্চিয়ান এইড এবং ইউরোপীয় ইউনিয়ন।