বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা দক্ষিণপাড়া হযরত আলী (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নির্মাণকাজ সম্পর্কে পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এশার নামাজ পর এ আলোচনা সভার আয়োজন করা হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, ইয়াসিন আরাফাত (ড্যানিস) বাবুল হোসেন প্রমুখ।