শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলায় মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায়, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের পুইজালা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায়, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাধু চরণ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৫০ জন অসহায়, এতিম ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্র বিতরণ করেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু। শীতবস্ত্র বিতরণ কালে তিনি বলেন- প্রতিবন্ধী ও এতিম শিশুরা সমাজের বোঝা নয়। তাদের প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদে পরিণত করে স্বনির্ভর করে তুলতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এতিম ও প্রতিবন্ধীদের সাহায্য নয় সহযোগীতার জন্য এগিয়ে আসতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংগঠনের সভাপতি রহমত উলাহ, প্রধান শিক্ষক রমেশ চন্দ্র মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য নিলিমা রানী মণ্ডল, শামীমা নাসরিন ও শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ।