বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবির সিট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার আয়োজনে থানা শাখার কার্যালয়ে উপজেলার ৪টি মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে পাঞ্জাবির সিট বিতরণ করা হয়। উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতি হাফেজ মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হামীম নাজিমুলাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক প্রমূখ।