শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

এবছর মাঠে ব্যস্ত সময় কাটাবে টাইগাররা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

চলে এসেছে নতুন বছর। ২০২৪ কে বিদায় জানিয়ে পৃথিবী হাঁটতে শুরু করেছে ২০২৫ সালে। নতুন বছরে এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রামস) অনুযায়ী বেশ ব্যস্ত সূচি আছে বাংলাদেশ ক্রিকেট দলের। বর্তমানে ঘরোয়া টি—টোয়েন্টি লিগ বিপিএলে ব্যস্ত আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিপিএল শেষে শুরু হবে নতুন বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। সেখানে প্রথমেই বড় অ্যাসাইনমেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে মার্চের শুরুর সময় পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে মাঠে নামতে হবে বাংলাদেশকে। ৩ ওয়ানডে এবং ৩ টি—টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এপ্রিলের শুরুর দিকে শেষ হবে জিম্বাবুয়ে সিরিজ। জিম্বাবুয়ে সিরিজ শেষে কিছুটা বিরতি পাবেন টাইগার ক্রিকেটাররা। মে মাসের মাঝামাঝি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে পাকিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৩ টি—টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তান সফর শেষে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। জুনের মাঝামাঝি থেকে জুলাই পর্যন্ত চলবে লঙ্কা সফর। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি—টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগস্টের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে ভারত। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৩ টি—টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বর মাসে ভারতে বসবে এশিয়া কাপ। এশিয়া কাপ শেষে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। অক্টোবরে ৩ ওয়ানডে এবং ৩ টি—টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড দল। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি—টোয়েন্টি খেলবে টাইগাররা। ডিসেম্বরের শুরুর সময় পর্যন্ত চলবে আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজ দিয়েই ২০২৫ সাল শেষ করবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com