এফএনএস স্পোর্টস: জাতীয় কিংবা বয়সভিত্তিক দল; প্রতিটি পর্যায়েই দক্ষিণ এশিয়ার দলগুলোর বিপক্ষে অধিকাংশ সময় খেলে থাকে বাংলাদেশের মেয়েরা। কিন্তু এবারই প্রথম ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। রাশিয়ার বিপক্ষে হতে যাওয়া এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশের মেয়েরা। কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আগামী ২০ থেকে ২৮ মার্চ অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নস। এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল। স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও রাশিয়া। ইউক্রেইনের ওপর রাশিয়া হামলা করার কয়েক দিন পরই দেশটির ফুটবলের ওপর নিষেধাজ্ঞা দেয় ফিফা ও উয়েফা। ওই নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থাতেই দেশটির অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল সাফের টুর্নামেন্ট খেলতে এখন বাংলাদেশে। উয়েফার ডেভেলপমেন্ট প্রগ্রাম বলেই রাশিয়ার অংশ নেওয়ায় সমস্যা নেই বলে কিছুদিন আগে জানিয়েছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। ফিফা ও উয়েফা থেকে রাশিয়াকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা শুধু ফিফা ও উয়েফার টুর্নামেন্টের জন্য বহাল থাকবে। গত মাসে অনূর্ধ্ব-২০ সাফজয়ী দলের তিনজন আছেন বাংলাদেশের এই দলে। তারা হলেন ফরোয়ার্ড তৃষ্ণা রানী, সুরভী আকন্দ প্রীতি ও মিডফিল্ডার নুসরাত জাহান মিতু। ভারত, নেপাল ও ভুটানের চেয়েও এই আসরে রাশিয়াকে ফেভারিট হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত মেয়েরা বলে জানালেন তিনি, ‘আমরা দক্ষিণ এশিয়ায় যে স্ট্যান্ডার্ডে খেলি আর ইউরোপের স্ট্যান্ডার্ড তো এক নয়। রাশিয়ার বিপক্ষে খেললে অবশ্যই আমরা কোন স্ট্যান্ডার্ডে আছি, সেটা বেরিয়ে আসবে। তবে এখানে আমাদের ভালো দিক, আমাদের মেয়েরা যে প্রতিনিয়ত পারফরম করছে, আমাদের কোথায় উন্নতি হয়েছে এবং ভালো টিমগুলোর সঙ্গে খেলতে গেলে কোথায় উন্নতি করা উচিত, সেটা আমরা ভালোভাবে জানতে পারব। ইউরোপের একটা দলের বিপক্ষে খেলব―এটা ভেবে মেয়েরা রোমাঞ্চিত, তবে কোনো চাপ অনুভব করছে না।’ গত বছর অনূর্ধ্ব-১৫ সাফে খেলা সেই দলের অধিকাংশকে নিয়েই গড়া হয়েছে এবারের দল। নারী ফুটবল লিগ খেলার পর এ বছরের জানুয়ারির ১ তারিখ থেকে পুরোদমে প্রস্তুতি নিয়েছেন মেয়েরা। রাশিয়ার মতো দলের কাছ থেকে শেখার অনেক কিছু আছে মনে করছেন অধিনায়ক রুমা আক্তার, ‘রাশিয়া হচ্ছে ইউরোপের দল। ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আশা করছি, ভালো কিছু করব। যেহেতু ফুটবল, হার-জিত আছেই। এটা মাঠেই দেখা যাবে, আমরা লড়াই করব, চেষ্টা করব জেতার।’
বাংলাদেশের ম্যাচসূচি―
২০ মার্চ বাংলাদেশ-ভুটান (সন্ধ্যা সোয়া ৭টা)
২২ মার্চ বাংলাদেশ-রাশিয়া (বিকেল সোয়া ৩টা)
২৪ মার্চ বাংলাদেশ-ভারত (সন্ধ্যা সোয়া ৭টা)
২৮ মার্চ বাংলাদেশ-নেপাল (বিকেল সোয়া ৩টা)