এফএনএস স্পোর্টস: করোনাভাইরাসের ভ্যাকসিন না নেওয়ায় এবার আমেরিকায় যেতে পারছেন না নোভাক জোকোভিচ। কোভিড টিকা নেননি এমন কাউকে দেশে প্রবেশ করতে দিচ্ছে না জো বাইডেন প্রশাসন। তাই জোকোভিচকে ভিসা দেওয়া হয়নি। এর ফলে এর আগে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স খেলতে পারেননি জোকোভিচ। এবার খেলা হচ্ছে না মিয়ামি ওপেনে। আগামী ১১মে পর্যন্ত আমেরিকায় কোভিড জরুরি অবস্থা চলবে। এই পরিস্থিতিতে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে টিকা গ্রহণ বাধ্যতামূলক। টিকা না নেওয়ায় এর আগে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের সময়ও জোকোভিচের ভিসার আবেদন বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন জোকোভিচ। এবার মিয়ামি ওপেন সামনে রেখে আবারও আমেরিকার প্রশাসন তার ভিসার আবেদন বাতিল করে দিয়েছে। মিয়ামি ওপেনের ডিরেক্টর জেমস বেøক বলেছেন, ‘জোকোভিচকে যাতে ছাড় দেওয়া হয়, সেজন্য আমরা সবরকম চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। মিয়ামি ওপেন টেনিস বিশ্বের প্রথম সারির টুর্নামেন্টগুলোর একটি। আমরা সবসময় সেরা খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করি। আমাদের পক্ষে যা যা করা সম্ভব ছিল, সব কিছুই করেছি আমরা। প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছিলাম আমরা। কিন্তু বিষয়টা আমাদের হাতে নেই।’ এই টুর্নামেন্টে চোটের কারণে খেলতে পারবেন না রাফায়েল নাদাল। তাই মিয়ামি ওপেনের সংগঠকরা জোকোভিচের অংশগ্রহণ নিশ্চিত করতে চেয়েছিলেন। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, ফ্লোরিডার গভর্নর এবং দুই সেনেটর ফোন করে বাইডেন প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের অনুরোধ করেছিলেন জোকোভিচকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়ার জন্য। কিন্তু তাতেও কাজ হয়নি। বাইডেন প্রশাসন কারও জন্যই নিয়ম শিথিল করতে রাজি নয়।