মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

এবার আল ইত্তিহাদে যোগ দিলেন কন্তে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: ফরাসি খেলোয়াড়দের আধিপত্য তাহলে আল ইত্তিহাদেই! সর্বশেষ ঘটনা তারই নজির হিসেবে ধরা যেতে পারে। করিম বেনজেমার পর তার স্বদেশি এনগোলো কন্তেও সৌদি ক্লাব আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন। গতকাল বুধবার বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আল ইত্তিহাদ। ক্লাবটি টুইটারে জানিয়েছে, ‘কন্তে এখন ইত্তিহাদের’। ক্লাবটির চেয়ারম্যান আনমার আল হাইলি অবশ্য বাড়তি উচ্ছ¡াস প্রকাশ করেছেন টুইটারে, ‘আমাদের নতুন টাইগার কন্তেকে স্বাগতম।’ বলে রাখা প্রয়োজন ক্লাবটিকে ‘টাইগার’ নামেই ডাকা হয়। ৩২ বছর বয়সী কন্তে ভীষণ পরিশ্রমী এবং গতিশীল একজন মিডফিল্ডার। ফ্রান্সের হয়ে জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। তার ক্লাব ক্যারিয়ারও দ্যুতিময়। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি জিতেছেন ক্লাব বিশ্বকাপ। তাছাড়া লেস্টার সিটি ও চেলসির হয়ে ব্যাক টু ব্যাক প্রিমিয়ার লিগ শিরোপাও ঘরে তুলেছেন তিনি। চেলসির হয়ে তার চুক্তির মেয়াদ শেষ হবে এই মাসে। ফলে আল ইত্তিহাদে ফ্রি এজেন্ট হিসেবেই যোগ দিচ্ছেন তিনি। অসাধারণ অবদানের জন্য তাকে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিদায় দিতে চলেছে চেলসি। ক্লাবটির সহকারী স্পোর্টিং ডিরেক্টর লরেন্স স্টেওয়ার্ট ও পল উইন্সট্যানলি ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলেছেন, ‘মিডফিল্ডে তার অক্লান্ত পারফরম্যান্স বেশ কয়েকটি ট্রফি জয়ে সহায়ক হয়েছে। যা তাকে আসন করে দিয়েছে ক্লাব ইতিহাসে।’ জানা গেছে, জেদ্দাভিত্তিক ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে কন্তের। তবে চুক্তি থেকে তিনি কত টাকা আয় করবেন, সেসবের বিস্তারিত জানায়নি তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com