আসন্ন শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে স্টিভ স্মিথের। তবে এই সিরিজে অজি তারকার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিগ ব্যাশে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন এই অজি ব্যাটার। তবে এই ব্যাটারকে শ্রীলঙ্কা সফরে পাওয়া নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া। গত শুক্রবার বিগব্যাশে বৃষ্টিতে ভেসে যাওয়া সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্স ম্যাচে কনুইয়ে চোট পান স্মিথ। ফলে দলের সঙ্গে দুবাইয়ের অনুশীলন ক্যাম্পে এখনই যোগ দিতে পারছেন না তিনি। অপেক্ষায় আছেন বিশেষজ্ঞের পরামর্শের। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিবৃতিতে জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে দেশ ছাড়তে পারেন স্মিথ। কনুইয়ের সমস্যার পুরোনো ইতিহাস আছে ৩৫ বছর বয়সী স্মিথের। ২০১৯ সালে একবার অস্ত্রোপচারও করাতে হয় তার। এবার পেলেন নতুন করে চোট। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্বে দেওয়ার কথা রয়েছে স্মিথের। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের পিতৃত্বকালীন ছুটিতে নেতৃত্বভার পেয়েছেন স্টিভ স্মিথ। শেষ পর্যন্ত স্মিথ খেলতে না পারলে প্রথমবারের মতো অজিদের অধিনায়কত্ব করতে পারেন ট্রাভিস হেড। চোট রয়েছে অজি স্পিনার ম্যাথু কুনেমানেরও। গত সপ্তাহে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ব্রিসবেন হিটের হয়ে খেলার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান ম্যাথু কুনেমান। বাঁহাতি স্পিনারের আঙুলে অস্ত্রোপচার করাতে হয়েছে। তবে এই সফরে তাকে পেতে আশাবাদী অস্ট্রেলিয়া। তার চোট নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ‘অস্ত্রোপচারের ক্ষত সেরে ওঠা পর্যন্ত সে (কুনেমান) অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন। সে এই সপ্তাহেই বোলিং শুরু করবে বলে আশা করা হচ্ছে এবং ঠিকঠাক অগ্রগতি হলে শ্রীলঙ্কায় স্কোয়াডে যোগ দেবে।’