আইপিএলের আসন্ন মৌসুমে কোচের ভূমিকায় দেখা যাবে সাবেক অজি তারকা ম্যাথু ওয়েডকে। এর আগে খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলেছেন এই ক্রিকেটার। গত আইপিএলের নিলামের আগে অবসর নিলেও এবার ওয়েডকে দেখা যাবে গুজরাট টাইটান্সের সহকারী কোচের ভূমিকায়। সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি ওয়েড। সব মিলিয়ে ১৫টি, তার মধ্যে ১২টি খেলেছেন গুজরাটের হয়ে। যদিও তেমন বলার মতো তেমন ইনিংস খেলতে পারেননি তিনি। ১০৩.৩৯ স্ট্রাইক রেটে মোটে ১৮৩ রান আসে তার ব্যাটে। যেখানে তার সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস। ২০২২ সালে গুজরাটের হয়ে আইপিএল জিতেছেন ওয়েড। ওয়েডকে কোচিং স্টাফে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করে ফেইসবুকে এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষে জানানো হয়, ‘আমরা শনিবারের এই চমকটি পছন্দ করি, ওয়েডি। সহকারি কোচ হিসেবে স্বাগত।’ অস্ট্রেলিয়ার হয়ে ৩৬টি টেস্ট, ৯৭টি এক দিনের আন্তর্জাতিক এবং ৯২টি টি—টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়েডের। অস্ট্রেলিয়ার টি—টোয়েন্টি বিশ^কাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার রানসংখ্যা ৪৬৮২। উইকেটরক্ষক হিসাবে তার ডিসমিসাল করেছেন ২৬৬টি। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের আসন্ন মৌসুম। গুজরাটের কোচিং স্টাফে সহকারী কোচ হিসেবে ম্যাথু ওয়েডের পাশাপাশি প্রধান কোচ আশিস নেহরা, ব্যাটিং কোচ পার্থিব প্যাটেল, আশিস কাপুর এবং নরেন্দর নেগির সঙ্গে কাজ করবেন তিনি।