আবারও বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে রহস্য স্পিনার আলিস আল ইসলামের। বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলা এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। যার ফলে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাশ করতে হবে আলিসকে। ২০১৯ সালে বিপিএলের অভিষেক আসরে হুট করেই আলোচনায় এসেছিলেন রহস্য স্পিনার আলিস। পরে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল সেই আসরেই। পরীক্ষা দেওয়ার আগে চোটে পড়ে ৮ মাসের জন্য ছিটকে যান তিনি। পরে অ্যাকশন শুধরে ঘরোয়া ক্রিকেটে ফেরেন আলিস। সর্বশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ভালো করে আবারও আলোচনায় আসেন আলিস। জাতীয় দলের টি—টোয়েন্টি স্কোয়াডেও ডাক পান। তিনি চোটে পড়ে আবারও ছিটকে যান। পরে বাংলাদেশ এইচপি, ঘরোয়া ক্রিকেটে খেলেছেন আলিস। এবার বিপিএলে খেলছেন চিটাগং কিংসের হয়ে। আলিসের অ্যাকশনের ব্যাপারে প্রশ্ন ওঠার ব্যাপারটি ম্যাচ শুরুর আগে টি স্পোর্টস এর আলোচনা অনুষ্ঠানে নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচে একাদশে রাখা হয়নি আলিসকে। দলের গুরুত্বপূর্ণ বোলারকে একাদশে না রাখার কারণে সবাই কিছুটা অবাক হয়েছিলেন। এবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে চলমান ম্যাচে একাদশে আছেন আলিস। বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে অ্যাকশনের পরীক্ষা দিতে হয় বোলারকে। বিপিএল যেহেতু বিসিবির টুর্নামেন্ট, এবার বিসিবির কাছে পরীক্ষা দেবেন আলিস। পরীক্ষার ফল আসার আগ পর্যন্ত বোলিং চালিয়ে যেতে অবশ্য কোনো সমস্যা নেই।