শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

এবার সৈকতের সাথে একমত হলেন মাইকেল ভন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

ভারতীয় ওপেনার যশস্বী জাইসওয়ালকে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের আউট দেওয়া নিয়ে রীতিমত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ক্রিকেট দুনিয়া। ভারতের অধিনায়ক রোহিত শর্মা সৈকতের আউটের সিদ্ধান্তকে সঠিক মেনে নিলেও সুনীল গাভাস্কার এবং রাজিব শুকলার মত অনেকে বলেছেন, জাইসওয়ালকে নট আউট দেওয়া উচিত ছিল। বেশিরভাগ মানুষই সৈকতের পক্ষে মত দিয়েছেন। এবার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও সৈকতের পক্ষে ভোট দিয়েছেন। এক্সে এক বার্তা দিয়ে ভন জানিয়েছেন, জাইসওয়াল আউট ছিলেন, সৈকত সঠিক ছিলেন। এক্সে এক বার্তা দিয়ে ভন লিখেছেন, ‘এ সমস্ত কিছু বন্ধ হওয়া উচিত। এটা আউট ছিল। সব সিদ্ধান্ত সঠিক ছিল। এই সপ্তাহে অস্ট্রেলিয়া (ভারতের চাইতে) বেশি ভালো ছিল।’ ভারতের সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্নাও সৈকতের পক্ষে রায় দিয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস এর সঙ্গে আলাপকালে সুরিন্দর বলেছেন, ‘বিতর্ক তৈরির মতো কিছু তো ছিল না সেখানে। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বলটা গ্লাভসে লেগেছে, তাতে কিছুটা গতি কমে বলটা উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে।’ এছাড়া ভারতের আরেক ক্রিকেটার আকাশ দ্বীপের সমালোচনা করে সুরিন্দর বলেন, ‘আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা তো মিথ্যাবাদী (ঝুটে লোগ হ্যায় ইয়ে)। আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বলা কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি।’ সুরিন্দর আরও বলেন, ‘ওরা কেমন ধরনের ব্যাটিং করছে? আইপিএল আসুক, দেখবেন এই খেলোয়াড়েরাই রান পাবে। অতি আক্রমণাত্মক টি—টোয়েন্টি সুলভ ব্যাটিং না করে ইতিবাচক খেলা উচিত। নতুন বছরে (ভারত দলের) ভাগ্য পাল্টানোর আশা করছি।’ বর্ডার—গাভাস্কার ট্রফিতে ২—১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। সিরিজের পঞ্চম এবং সর্বশেষ টেস্ট মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com