একসময় টি—টোয়েন্টি ক্রিকেটে বিশে^র অন্যতম সেরা ব্যাটার ছিলেন এবি ডি ভিলিয়ার্স। ৩৬০ ডিগ্রি ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন ডি ভিলিয়ার্স। আগ্রাসী ব্যাটিং আর উদ্ভাবনী সব শটে মাঠের প্রায় সব দিকেই শট খেলতে পারতেন ডি ভিলিয়ার্স। ডি ভিলিয়ার্সকে অনেক ফলো করেন বাংলাদেশের শামীম হোসেন পাটোয়ারী। তাকে দেখে ব্যাটিংয়ে এনেছেন কিছু পরিবর্তন। ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংসকে জেতানোর পর এই ব্যাপারে কথা বলেছেন শামীম। সংবাদ সম্মেলনে শামীম বলেছেন, ‘না ডি ভিলিয়ার্সের ব্যাটিংটা একটু ফলো করি বেশি, ভালো লাগে এটাই। পরিবর্তন বলতে হেড পজিশনটা একটু ঠিক করেছি।’ শামীম আরও বলেন, ‘আসলে অবশ্যই আশা তো থাকে সব দলের। আমাদের দলের পরিবেশ ভালো। আপনারা জানেন অনেক কথা হয়েছে। সেসবে না তাকিয়ে আমরা খেলার মধ্যেই ছিলাম।’ পারভেজ হোসেন ইমনের রানে ফেরার ব্যাপারে শামীম বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। আমি জানি সে কী টাইপের প্লেয়ার। সে চ্যাম্পিয়ন প্লেয়ার। তার মধ্যে অনেক হাঙ্গার আছে। ভালো খেলছে এটাই ভালো লাগছে। এই বছরের উইকেট যদিও অনেক ভালো ছিল। উইকেট অনেক ভালো ছিল। সব প্লেয়ারদের জন্যই ভালো হয়েছে। টি—টোয়েন্টি টুর্নামেন্টে উইকেট ভালো দরকার অবশ্যই।’ কোয়ালিফায়ারে সামনে আবারও বরিশাল। শামীম বলেন, ‘আমরা অনেক আত্মবিশ^াসী। দেখা যাক কী হয়। সবাই অনেক টাচে আছে। অবশ্যই এই ম্যাচ হেল্প করবে। যেহেতু এই ম্যাচটা জিততে পেরেছি বাড়তি আত্মবিশ^াস দেবে অবশ্যই।’ আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস।