ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও এম আর ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের পিতা ওয়াজেদ আলী জোয়ার্দ্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (৫ ফেব্র“য়ারি) বেলা সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। ওয়াজেদ আলী জোয়ার্দ্দারের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আলাহ তায়ালা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। এদিকে মরহুমের মৃত্যুতে তার নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।-প্রেস বিজ্ঞপ্তি