বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরের কৃতি সন্তান সকলের প্রিয় সদালাপী জিএম তুষার মামুন এমবিবিএস ডিগ্রি অর্জন করছেন। তিনি নূরনগর খাসবাড়ি গ্রামের জিএম আক্কাজ আলী ও আনোয়ারা বেগমের সুযোগ্য ছোট পুত্র। ডাক্তার জিএম তুষার মামুন নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়ে এসএসসি পাশ করেন ও সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ২০১৫ সালে এইচএসসিতে জিপিএ ৫.০০ পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন। তিনি ২০১৭ সালে ঢাকা স্যার সলিমুলাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে সার্জারী, মেডিসিন ও গাইনী তিন বিষয়ে গত ১২ সেপ্টেম্বর এমবিবিএস ফাইনাল পেশাগত পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে ডাক্তার হয়েছেন। আগামী ১ অক্টোবর তিনি ইন্টার্নশিপে যোগদান করবেন। সে একজন হৃদরোগ ও বাতজ্বর বিশেষজ্ঞ হতে চায়। তিনি ইউনিয়নবাসী, বন্ধুবান্ধব সহ সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন ভবিষ্যতে যেন সে দেশ ও আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।