মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে ঈদে পর্যটকদের ভিড়ে মুখরিত আকাশলীনা ইকো ট্যুরিজম নারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করলেন মহিলা ক্রীড়া সংস্থা সাতক্ষীরায় মঙ্গল শোভাযাত্রা গান পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপিত নির্বাচিত হলে সকল ধর্মীয় প্রতিষ্ঠান আধুনিকায়ন করা হবে চেয়ারম্যান প্রার্থী বাবু সাতক্ষীরায় আন্তর্জাতিক ক্রীড়াবিদদের ঈদ পূর্ণমিলনী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত কলারোয়ায় নিহত ঢাবি শিক্ষার্থীর পরিবারকে আর্থিক অনুদান সোনাবাড়ীয়ায় বর্ণাঢ্য আয়োজনে ২ দিনব্যাপী কৃষকের ঈদ আনন্দ কলারোয়া পৌর মেয়রের মাতা সায়রা বানুর ইন্তেকাল দেবহাটায় নববর্ষ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

এলোপাতাড়ি পিটিয়ে টাকা ছিনতাই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বড় খোরদো গ্রামের মিল্টন গাজীর ছেলে তাসিম গাজী ও শহিদুল গাজীর ছেলে আসাদুল গাজীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার খোরদো গ্রামের তালসারি নামক স্থানে। আহত আসাদুল গাজি জানায়, গত বুধবার তাসিম গাজী দেয়াড়া গ্রামের মামার বাড়ী থেকে রাতে দাওয়াত খেয়ে বিদেশ যাওয়ার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে আমরা দুই জন বাড়ীতে ফিরে আসার পথে খোরদো গ্রামের তালশারী নামক স্থান ওই সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা পেছন থেকে রড দিয়ে পিটিয়ে আহত করে পকেটে থাকা নগদ টাকা ও হাতে থাকা একটি সোনার আংটি খুলে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপর তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত দুইজনকে ভর্তি করে। আহত তাসিম গাজীর হাতে বড় ধরনের ক্ষত লক্ষ করা গেছে। তিনি আরও জানান, আমাদেরকে আহত করে খোরদো গ্রামের তরিকুল সরদার, ঈমন সরদার ও সোজা গাজীকে আমরা দৌড়াইয়া পালাতে দেখতে পায়। এ ব্যাপারে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল বলে জানান তার স্বজনেরা। এদিকে তরিকুল ইসলাম ও ঈমন সরদার ও সোজা গাজির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাদের মোবাইল বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com